Majhe Majhe Tobo Dekha Pai Lyrics - মাঝে মাঝে তব দেখা পাই



Majhe Majhe Tobo Dekha Pai Lyrics -

মাঝে মাঝে তব দেখা পাই

Majhe Majhe Tobo Dekha Pai Lyrics



Song : Majhe Majhe Tobo Dekha Pai ( Rabindra Sangeet )
Singer : Arpan Chakraborty
Lyrics : Rabindranath Tagore
Tune : Rabindranath Tagore
Band : KHYAPA AND COLLECTIVE
Dotara :  Arpan Chakraborty
Guitarist :  Arunangshu Dumpy Bagchi
Bassist  : Sudip  Saha
Drummer : Ujan Mondal
Percussionist : Rupam Mondal
Direction and screenplay : Snehashis Bob Debnath
D.O.P : Kaushik Ghose & Vicky Sayan Saha
Editing :  Avyc Dutta
Drone : Suman Paul
Cast :  Sumedha Sengupta
Audio Partner :  R J STUDIO
Promotions & PR :  Smita Roy
Women Costume & Accessories  : SHUKLA's
Label: Folk Studio Bangla


Majhe Majhe Tobo Dekha Pai Lyrics In Bengali :


মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না...

মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না...

কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
তোমারে দেখিতে দেয় না
মোহ-মেঘে তোমারে অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না..

ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে ...

ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে ...

ওহে হারাই হারাই সদা হয় ভয়
হারাই হারাই সদা হয় ভয়
হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া
পলক না পড়িতে হারাইয়া
হৃদয় না জুড়াতে হারাইয়া, ফেলি চকিতে
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না..

ওহে কী করিলে বলো পাইবো তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে ...

ওহে কী করিলে বলো পাইবো তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে ...

ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ
ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ
তোমারে হৃদয়ে রাখিতে
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না..

ওহে আর কারো পানে চাহিব না আর,
করিব হে আমি প্রাণপণ ...

ওহে আর কারো পানে চাহিব না আর,
করিব হে আমি প্রাণপণ ...

ওহে তুমি যদি বলো এখনি করিব
তুমি যদি বলো এখনি করিব
বিষয় -বাসনা বিসর্জন
দিব শ্রীচরণে বিষয়, দিব অকাতরে বিষয়
দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন

মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না...

মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না ...

কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
তোমারে দেখিতে দেয় না
মোহ-মেঘে তোমারে অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না..




Majhe Majhe Tobo Dekha Pai Lyrics In English



Majhe majhe tobo dekha pai,
chirodin keno pai na...

majhe majhe tobo dekha pai,
chirodin keno pai na...

keno megh ase hridayo-akashe,
keno megh ase hridayo-akashe
tomare dekhite deya na
moha-meghe tomare andha kare rakhe
tomare dekhite deya na
majhe majhe tobo dekha pai,
chirodin keno pai na..

Khanika aloke ankhira palake
tomai jabe pai dekhite...

Khanika aloke ankhira palake
tomai jabe pai dekhite...

ohe harai harai sada hoy voy
harai harai sada haya voy
haraiya pheli chakite
asa na mitite haraiya
palaka na parite haraiya
hridayo na jurate haraiya, pheli chakite
majhe majhe tobo dekha pai,
chirodin keno pai na..

ohe ki karile balo paibo tomare
rakhiba ankhite ankhite...

ohe ki karile balo paibo tomare
rakhiba ankhite ankhite...

ohe eta prem ami kotha paba, nath
ohe eta prem ami kotha paba, nath
tomare hrdaye rakhite
amara sadhya kiba tomare
daya na karile ke pare
tumi apani na ele ke pare hridaye rakhite
majhe majhe tobo dekha pai,
chirodin keno pai na..

ohe ara karo pane chahibo na ara,
karibo he ami pranopon...

ohe ara karo pane chahibo na ara,
karibo he ami pranopon...

ohe tumi jadi bolo ekhani karibo
tumi jadi bolo ekhani karibo
bihaya -basana bisarjan
diba sricharane bihaya, diba akatare bihaya
diba tomara lagi bihaya basana bisarjan

majhe majhe tobo dekha pai,
chirodin keno pai na...

majhe majhe tobo dekha pai,
chirodin keno pai na...

keno megh ase hridayo-akashe,
keno megh ase hridayo-akashe
tomare dekhite deya na
moha-meghe tomare andha kare rakhe
tomare dekhite deya na
majhe majhe tobo dekha pai,
chirodin keno pai na..

শান্তিনিকেতন আমাদের সব হতে আপন

Lyrics
          
           আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন ।



আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন ।
তার আকাশ-ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে,
মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন ॥
মোদের তরুমূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা,
মোদের নীল গগনের সোহাগ-মাখা সকাল-সন্ধ্যাবেলা ।
মোদের শালের ছায়াবীথি বাজায় বনের কলগীতি,
সদাই পাতার নাচে মেতে আছে আম্‌লকী-কানন ॥
আমরা যেথায় মরি ঘুরে সে যে যায় না কভু দূরে,
মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে ।
মোদের প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক তানে,
মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এক-মন ॥

            নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে ।



নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে ।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে ॥
বাদলের ধারা ঝরে ঝরো-ঝরো,   আউষের ক্ষেত জলে ভরো-ভরো,
কালিমাখা মেঘে ও পারে আঁধার ঘনিয়েছে দেখ্ চাহি রে ॥
  
ওই শোনো শোনো পারে যাবে ব'লে কে ডাকিছে বুঝি মাঝিরে ।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে ।
পুবে হাওয়া বয়, কূলে নেই কেউ,   দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ—
দরো-দরো বেগে জলে পড়ি জল ছলো-ছল উঠে বাজি রে ।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে ॥
  
ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলীরে আনো গোহালে
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে ।
দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্ দেখি,   মাঠে গেছে যারা তারা ফিরিছে কি,
রাখালবালক কী জানি কোথায় সারা দিন আজি খোয়ালে ।
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে ॥
  
ওগো, আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে ।
আকাশ আঁধার, বেলা বেশি আর নাহি রে ।
ঝরো-ঝরো ধারে ভিজিবে নিচোল,   ঘাটে যেতে পথ হয়েছে পিছল—
ওই বেণুবন দোলে ঘন ঘন পথপাশে দেখ্ চাহি রে ॥